কাজল

 মেয়েরা চোখে কাজল পরে - কখনো সাজতে। তবে বেশিরভাগ সময়ই জীবনের কালশিটে লুকাতে। মেয়েরা অযুত কাল ধরে চোখের নিচে ছায়ার মত কষ্ট লুকিয়ে রাখতে পারে। 

মাঝে মাঝে সেইসব ছায়া গাছের চেয়ে দীর্ঘ হয়।  সেই ছায়াঘেরা পথ তার নিজ জীবনের পথের চেয়ে লম্বা হয়। 

শুধু চোখের নিচের কালশিটে নয়, মেয়েরা তার পিঠে আছড়ে পড়া চাবুকের দাগও ব্লাউজের ভাঁজে, পিঠের চামড়ার নিচে লুকিয়ে রাখে। যেখানে পৃথিবীর অন্য কারো চোখ পড়ে না। 



মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ


কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হতে জাগি হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।