আগুন

ছেলেটার আর মেয়েটার বেশকিছু কড়ির পয়সা ছিল। মেয়েটা ভেবেছিল কড়িগুলো দেখতে খুব সুন্দর। বুকের কাছে কড়ির গোলাপি রঙ থাকে। কিছুটা খাঁজকাটা। কড়ির খাঁজে কি কড়ির বয়স লুকানো থাকে? গাছের শরীরের ভিতরের বৃত্তে গাছের বয়স যেমন। কড়ির উপরের দিকটা দুধসাদা, মসৃণ। মেয়েটি এইসব নিয়ে চিন্তায় এত বেশি মগ্ন ছিল, এত বেশি ব্যস্ত ছিল যে ছেলেটি সব কড়ির পয়সা নিয়ে একদিন একটি নৌকায় পাল তুলে মাঝ নদীতে চলে গেল। মেয়েটি সাঁতার জানত না। 

বিয়ের বেনারসি পরে মেয়েটি নদীপাড়ে কাদার উপর বসে থাকল। সব কানাকড়ি চলে গেছে বলে আটপৌরে শাড়ি কিনবার পয়সা ওর নেই। আত্মভোলা, কবি কবি স্বভাবের মেয়েরা কানাকড়ির জন্য কাঁদে না। ওরা নদীপাড়ের কাশফুল দেখে। একটু দূরে চিতায় মানুষের শরীর ছাই হয়ে যেতে দেখে। 

যখন চিতার আগুনে মানুষের শরীর ছাই হয়ে যায়, তখনো আগুনের পাশে অনেক মানুষ জড়ো হয়। আগুনের রঙ দেখতে। 





মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ


কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হতে জাগি হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।