আজ অন্ধকার ছিল

আজ সূর্য ওঠেনি। দিনেরবেলাতেও সন্ধ্যার মত অন্ধকার ছিল। কিন্তু রাত হ'লে দেখি একটা কমলা রঙের চাঁদ উঠেছে। যখন কমলা রঙের চাঁদ ওঠে, আমার বুকের ভিতরটা হুঁহুঁ ক'রে ওঠে। মনে হয় যেন মহাসমুদ্রের উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। মনে হয় হয়ত আমি জীবনের চলার পথে অনেক গল্প ফেলে এসেছি। মনে হয় ঝাউপাতার শব্দই মানুষের জীবনের একমাত্র না বলা কথা। 

আমার খুব সবকিছু ভালোবেসে ফেলতে ইচ্ছে করে। তাই আজ বহু বছর আমি চাঁদের দিকে তাকাই না। কমলা রঙ মানুষকে অন্ধ করে দেয়। 



মন্তব্যসমূহ

  1. গাছ-পালার ফাঁক দিয়ে যে চাঁদ দেখা যায়, সেই চাঁদ দেখতে সবচেয়ে সুন্দর লাগে ।
    এই লিখাটাও তেমনই 🌹

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ


কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হতে জাগি হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।