পপি

 আমাদের পপি সকালে ঘুম ভেঙে উঠে খানিকটা ভেলভেট চিবিয়ে খেয়ে ফেলেছে। একটা ছোট রুপার কৌটায় ওর দাঁতই রেখেছিলাম। কৌটা চুরি করে ভেলভেটটুকু ছিঁড়েছে। 

গত সপ্তাহে খেলনা ফক্সের পা আর তার ভিতর থাকা বাঁশি খেয়েছিল বলে ভেটের অফিস কী দৌড়াদৌড়ি।  ৪ ঘন্টা হসপিটালে ছিল। 

এবার ছোট টুকরো বলে এখন অপেক্ষা করছি। পপির কোন  যে survival instinct নেই এ এক বিস্ময়।  মনে হয় আমার সাথে থেকে থেকে পৃথিবীশুদ্ধ সব মানুষকে বিশ্বাস করতে শিখেছে। আরে মানুষের চামড়ার নিচেই যে ছুরি লুকানো থাকে, তা কিভাবে শেখাই?




মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ


কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হতে জাগি হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।