আকাশের চোখ থেকে

সেদিন বৃষ্টি হয়েছিল। হিজলগাছ ভিজে একটি মেয়ের মত একা দাঁড়িয়েছিল। পায়ের কাছে থইথই জল। কদমফুলের গন্ধে একটি ছেলে ও একটি মেয়ে চমকে একজন আর একজনের চোখের দিকে পলক না ফেলে তাকিয়েছিল। 

আর একদিন বরফ ঝরেছিল। ছোটপাখি ঝাউগাছের পাতায় তার ঠান্ডা পালক গুঁজে রাখতে গিয়েছিল। বুনো খরগোস ঝোপের নিচে নিজেকে লুকিয়ে ভেবেছিল আকাশ আর তাকে আক্রমণ করতে পারবে না। 

এবার তাহলে বৃষ্টি ঝরুক। কিংবা বরফ। আকাশের মন ভালো হয়ে গেলে আমিও বেঁচে উঠব - অজানা কোন এক অমৃত প্রেমে। 



মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ


কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হতে জাগি হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।