পেপার ল্যান্টার্ন

আমার কাছে মৃত্যু কটনটেল র‍্যাবিটের মত। তুলতুলে সাদা তুলোর মত যার লেজ। এক ঝলক আমায় দেখা দিয়েই সে সোনালি রঙের ফোরসিথিয়া ফুলের ঝোপে হারিয়ে যায়। 

আজ খুব ভোরে হাঁটতে গিয়েছিলাম। সূর্য ওঠেনি তখনও। এসব সময়ে আকাশ রঙের অনির্দিষ্টতায় ভোগে। লাল, গোলাপি, নীল, ছাই, হলুদ, কিংবা সাদা রঙের মধ্যে গোল্লাছুট খেলতে থাকে ভোরের আকাশ। সেই ভোরের পথে একটু পর পর আমার সাথে দেখা হয়েছিল অনেকগুলো কটনটেল র‍্যাবিটের। আমার মৃত্যুর মত, আমার বেদনার মত, আমার সব না পাওয়ার মত।

আমি ভাবি মৃত্যুর পর সোনালি ফোরসিথিয়া ফুলের বনে কটনটেল র‍্যাবিটের মত উধাও হয়ে যাওয়া মানুষের আত্মা তারপর একসময় ধীরে ধীরে উপরে উঠে কী সোনালি পেপার ল্যান্টার্নের মত আকাশের শূন্যে ভাসতে থাকে? মাটির পৃথিবীর দিকে তাকিয়ে তখন তারা কী দেখে?

দেখে মাটির পৃথিবীর বুকে ফুটে আছে সোনালি ড্যাফোডিল, বেগুনি হায়াসিন্থ, জামরঙা আইরিস। ঠিক আমার চারপাশে আজকের বসন্তদিনে যেমন।






মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ


কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হতে জাগি হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।