স্নানঘর
মেয়েটির সবচেয়ে প্রিয় সাবান হায়াসিন্থ আর লাইলাক ফুলের। স্নানঘরে দাঁড়িয়ে কতবার যে গন্ধ শোঁকে এই সাবানগুলোর ও। উষ্ণ জলের বাষ্পে ওর পৃথিবী স্নান করে। কে যেন বলেছিল ছোট সাবানের টুকরো বাগানে ছড়িয়ে রাখলে কাঠবিড়ালি, খরগোস উৎপাত করতে আসে না। মেয়েটি উৎপাতও ভালোবাসে। তাই সাবান ছড়িয়ে রাখা ওর আর হয় নি।
ও লাইলাক আর হায়াসিন্থের গন্ধ মেখে উষ্ণ জলে ধুয়ে যায়। পবিত্র হয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন