ডেট

ভোরবেলার স্বপ্ন ভেঙে মেয়েটি উঠেছে। বড় ক্লাশের একটি ছেলে ওকে বলছে,'আমার সাথে বেড়াতে যাবে? It's a date. আমরা সমুদ্র পাড়ে বেড়াতে যাব। সাইকেল নিফসির সামনে পার্ক করে রাখব। একটা চাদর এনো তো। সমুদ্রে খুব হাওয়া। পাথরের উপর বসব। তারপর ক্যাটস এ খেতে যাব।'

মেয়েটি আনন্দে ডগমগ। কোনদিন কেউ ওকে ডেটে ডাকেনি। 

বিছানায় শুয়ে শুয়ে ও রাজি হয়ে গেল। It's a date. 

তারপর সব পরিকল্পনা শেষে ওর মনে হল ও তো আজকাল হাঁটতে পারে না। 

ছেলেটিকে সে কথা বলতেই ছেলেটি বলল, 'কোন চিন্তা নেই। একটা গাড়ি ভাড়া করব। সারা শহর গাড়িতে করে ঘুরব। ' ছাত্র মানুষ। But it's a date.



মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ


কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হতে জাগি হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।