ফুলের শব

মেয়েটির বাগানে প্রায় একশ টব। কত যে দেশী গাছ সেখানে। মধুমঞ্জরী, কামিনী, দোলনচাঁপা, নিম, শেফালি, পাঁচ রঙের জবা, দেশি জুঁই, করবী, কাঠগোলাপ, ফুরুস, ডালিম, লেবু, পান, বেলী আরো কত কী! শীতকালে সব গাছ ঘরে আনতে হয় বরফ পড়বার আগে। কিন্তু এ বছর মেয়েটি কিছুই পারবে না। ক্র‍্যাচে ভর দিয়ে হাঁটছে ও। গাছগুলো সেটা বুঝেছে। রাজহাঁস যেমন 'সোয়ান সং' গায় তেমনি করে সব গাছ অসংখ্য ফুল ফুটিয়ে চলেছে। এত ফুল কোন বছর ফোটে নি। 

মেয়েটি ঘরের জানালা থেকে নানা রঙের গোলাপ শুকনো করে ঝুলিয়েছিল। এই গাছগুলোর শুকনো ফুলগুলোও মেয়েটি নিজের চারপাশে ছড়িয়ে বসে। 

শুকনো ফুল ফুলের শব নয়। ওরা ফুলের আগের জন্মের ইতিহাস।








মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ


কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হতে জাগি হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।