মন

 মন খারাপের জন্য কোন কারণ লাগে না। বরফ ঝরতে থাকলে মন খারাপ হয়, যতদূর চোখ যায় ততদূরের সাদা বরফের দিকে তাকিয়ে। মন খারাপ হয় ঘন সবুজ জঙ্গলের ভিতর পথ হারিয়ে, পাহাড়ের চূড়ায় উঠে দূরের আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে। বৃষ্টি ঝরতে থাকলে মন খারাপ হয় আকাশের ঘন কালো হয়ে আসা মেঘের দিকে হাত বাড়িয়ে। 

শুধুমাত্র মেয়েটির মন ভালো হয় যখন ও মরুভূমির ভিতর নিজেকে খুঁজে পায়।




মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ


কল্যাণী রমা-র জন্ম ঢাকায়। ছেলেবেলা কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভারতের খড়গপুর আই আই টি থেকে ইলেকট্রনিক্স এ্যান্ড ইলেকট্রিক্যাল কমুনিকেশন ইঞ্জিনীয়ারিং-এ বি টেক করেছেন । এখন আমেরিকার উইস্কনসিনে থাকেন। অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সিনিয়র ইঞ্জিনীয়ার হিসাবে কাজ করছেন ম্যাডিসনে।
প্রকাশিত বইঃ
আমার ঘরোয়া গল্প;
হাতের পাতায় গল্পগুলো ইয়াসুনারি কাওয়াবাতা;
রাত বৃষ্টি বুনোহাঁস অ্যান সেক্সটন, সিলভিয়া প্লাথ, মেরি অলিভারের কবিতা;
মরণ হতে জাগি হেনরিক ইবসেনের নাটক;
রেশমগুটি;
জলরঙ;
দমবন্ধ।